Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

১. অফিসের নাম: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, দোহার, ঢাকা

২. অফিস পরিচিতি: প্রতিটি উপজেলায় ০১ টি করে মাধ্যমিক শিক্ষা অফিস রয়েছে। এই অফিসটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আোতাধীন মাধ্যীমক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত জেলা শিক্ষা অফিসার কর্তৃক নিয়ন্ত্রিত।

৩. অফিস কার্যক্রম: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উল্লেখযোগ্য কার্যক্রম হল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি কাযর্ক্রম সম্পন্নকরণ, বিনামূল্যে পাঠ্যপুস্তক সংরক্ষণ  ও বিতরণ করা, শিক্ষক কর্মচারী নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি/ম্যানেজিং কমিটি গঠনে দাুঢত্ব পালন করা, শিক্ষা নম্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সংগ্রহ ও সরবরাহ করা, জাতীয় শিক্ষা সপ্তাহ, সৃজনশীল মেধা অন্বেষণ, বিজ্ঞান মেলাসহ বিভিন্ন দিবস ও কর্মসূচি পালনে নির্ধারিত দায়িত্ব পালন করা, জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া সমিতির উপজেলা সঙগঠন পরিচালনা এবং উপজেলাভিত্তিক ক্রীড়া অনুমোদনের প্রয়োজনীয় সহগযাগিতা প্রদান এবঙ সম্পদক হিসেবে দায়িত্ব পালন করা। অভিভাবক শিক্ষক মত বিনিময়ের ব্যবস্থা করা, পরিদর্শন ও মনিটরিং করা, পাবলিক পরীক্ষার সমন্বয় করা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ তদরকি করা, শিক্ষা প্রতিষ্ঠানে সাময়িক, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠান সমন্বয় করা, জঙ্গী বিরোধী সভা, মাদক বিরোধী সভা, বাল্যবিবাহ বিরোধী সভা, ইভটিজিংপ্রতিরোধ সংক্রান্ত সভা, বেসরকারি প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়নের জন্য পরিবদর্শণ করা ও বার্ষিক আয়-ব্যয় নিরূপন করা। 

৪. অফিসের জনবল কাঠামো:

ক্রমিক নং

পদবী অনুমোদিত পদ

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

উপজেলা একাডেমিক সুপারভাইজার

হিসাবরক্ষক

অফিস সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর

অফিস সহায়ক

      নিরাপত্তা প্রহরী       ১
 

 

অফিস সম্পর্কিত